ব্রণর সমস্যায় জেরবার? বাজার চলতি বিভিন্ন জিনিস ব্যবহার না করে, ভরসা রাখুন ঘরোয়া উপায়ে! তাতেই মিলবে সমাধান।
ব্রণ মূলত হয়, ধুলো, তৈলাক্ত ত্বক আর হরমোনের বিভিন্ন সমস্যা থেকে। তবে জীবনধারা বদলালেই ব্রণর হাত থেকে মিলতে পারে মুক্তি।
যদি খাদ্যাভ্যাস সঠিক না হয় আর ত্বক সঠিকভাবে পরিষ্কার না করা হয়, তাহলে ব্রণর মতো সমস্যা হতে পারে।
ঘরোয়া পণ্য যেমন সহজলভ্য, তেমনই দামেও অনেকটা সস্তা। সেই কারণে অনেকেই ঝোঁকেন এই দিকে।
ঘরোয়া পদ্ধতিতে কী কী উপায়ে ব্রণ কমতে পারে? জেনে নেওয়া যাক এক নজরে
নিম পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ আছে, যেটা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।
হলুদে কারকিউমিন থাকে, এগুলি ত্বকের লালচে ভাব আর ব্রণ কমায়।
অ্যালোভেরা জেল ত্বকে লাগালে সেটি ত্বকে একটা ঠাণ্ডা অনুভূতি দেয়, পাশাপাশি দাগ ছোপ ও হালকা করে।
টমেটোর রসে লাইকোপিন থাকে, এটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভাল। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের তেলা ভাব কমাতে সাহায্য করে
লেবুতে ভিটামিন সি থাকে যেটি ত্বককে উজ্জ্বল করে। তবে লেবুর রস সরাসরি ত্বকে দেবেন না। জলের সঙ্গে মিশিয়ে পাতলা করুন