বাজার থেকে কিনে

আনার বালাই নেই

Published by: ABP Ananda

তুলিসি পাতা আমাদের

সকলেরই কাছেই সহজলভ্য

Published by: ABP Ananda

চায়ে দু’-চার খান

ফেলে দিলেই হল

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিড্য়ান্ট ও

অ্যান্টিমাইক্রোবায়াল

Published by: ABP Ananda

সংক্রমণ থেকে রক্ষা করে,

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে

Published by: ABP Ananda

কর্টিসলের মাত্রা বাড়তে দেয় না,

মন শান্ত থাকে, বাড়ে না দুশ্চিন্তা

Published by: ABP Ananda

সর্দি-কাশি, অ্যাজমা থাকলে

এতে আরাম পাবেন আপনি

Published by: ABP Ananda

রক্তে শর্করা, কোলেস্টেরল,

রক্তচাপও নিয়ন্ত্রণ করে

Published by: ABP Ananda

মাড়ির সংক্রমণ, প্রদাহজনিত

সমস্যার সমাধান হবে এতে

Published by: ABP Ananda

লিভারকে বিষমুক্ত রাখে,

বাড়ে হজমক্ষমতা

Published by: ABP Ananda

তবে এ ব্যাপারে চিকিৎসকের

পরামর্শ অনুযায়ী চলাই ভাল

Published by: ABP Ananda