রান্না করার জন্য দেশের এখন প্রায় প্রতি ঘরেই রয়েছে গ্যাস কানেকশন
প্রায় প্রত্যেক পরিবারেই মাসে একটি করে হলেও গ্যাস সিলিন্ডার লাগে
যে সংস্থারই গ্যাস নিন না কেন, বাড়িতে পৌঁছে দিয়ে যান ডেলিভারির দায়িত্বে থাকা কর্মীরা
গ্যাস সিলিন্ডারেরও রয়েছে এক্সপায়ারি ডেট! জানবেন কীভাবে?
প্রত্যেক সিলিন্ডারের হাতলে থাকে একটি সাংকেতিক কোড, যেমন এ২৭, কিংবা ডি ২৯
জানুয়ারি থেকে মার্চ এ, এপ্রিল-জুন বি, জুলাই-সেপ্টেম্বর সি ও অক্টোবর-ডিসেম্বরকে ডি ধরা হয়
সিলিন্ডারে ডি ২৭ থাকা মানে আপনার সিলিন্ডারটির মেয়াদ উত্তীর্ণ হবে ২০২৭ সালের ডিসেম্বরে
এবার থেকে সিলিন্ডারের ওজন ও সিল যাচাই করার পাশাপাশি এক্সপায়ারি ডেটেও নজর রাখুন