প্রতিদিন দুবেলা দাঁত মাজার পরেও হলুদ ছোপ পড়ে যায়

Published by: ABP Ananda

এই হলুদ ছোপের একাধিক কারণ থাকতে পারে, তবে ঘরোয়া উপায় তা থেকে মুক্তি পাওয়া যায়

Published by: ABP Ananda

বেকিং সোডা এবং হাইড্রোজেন পারঅক্সাইড পেস্ট তৈরি করে তা দিয়ে দাঁত মাজতে হবে

Published by: ABP Ananda

এক চামচ নারকেল তেল ১০-১৫ মিনিচ মাজতে হবে, এতে ব্যাক্টেরিয়া দূর হবে এবং দাঁত সাদা হবে

Published by: ABP Ananda

অ্য়াপল সিডার ভিনিগার এবং জল মিশিয়ে মুখ ধুতে হবে

Published by: ABP Ananda

চারকোল পাউডার দিয়ে ব্রাশ করতে হবে, এতে টক্সিন দূর হবে এবং দাগ দূর হবে

Published by: ABP Ananda

কমলালেবু বা পাতিলেবুর খোসা দিয়ে মাজতে হবে, তারপর মুখ ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড দাঁত পরিষ্কার করে

Published by: ABP Ananda

নুন এবং জলের স্ক্রাব করতে হবে, তারপর জল দিয়ে মুখ ধুতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda