কিছু সবজি ঘরে এনে ভাল করে ধুয়ে তবেই রান্না করা উচিত।

Image Source: Freepik

পালং শাকে মাটি ও পোকামাকড় থাকতে পারে, ভাল করে ধুয়ে নেওয়া জরুরি।

Image Source: Freepik

বাঁধাকপিও ভাল করে ধুয়ে তবেই রান্না করা উচিত।



ব্রকোলির ফুলে ময়লা-ধুলো-মাটি লেগে থাকতে পারে, ধুয়ে নিতে হবে।



মাটির নিচে হয় বলে মূলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই ধুয়ে নেওয়া জরুরি।

Image Source: Freepik

একই কারণে গাজরও বারবার ধুয়ে নিয়েই খাওয়া ভাল।

Image Source: Freepik

ধনেপাতায় লেগে থাকতে পারে কীটনাশক।

Image Source: Freepik

মেথি পাতার ক্ষেত্রেও একই কারণে ভাল করে ধোয়া জরুরি।

Image Source: Freepik

বেগুন অবশ্যই ঘরে এনে ধুয়ে নিতে হবে, এতে পোকা ও কীটনাশক থাকতে পারে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।