গরমকালে ত্বকে বিশেষ করে মুখের ত্বকে ফেস মিস্ট ব্যবহার করা ত্বকের পক্ষে ভাল। গলা এবং ঘাড়েও ব্যবহার করতে পারেন ফেস মিস্ট।



বাড়িতে রোজ ওয়াটার ফেস মিস্ট তৈরি করতে পারেন যা, গরমে ত্বক হাইড্রেটেড রাখবে এবং জ্বালা-যন্ত্রণা দূর করবে। গোলাপের পাঁপড়ি জলে ফুটিয়ে নিলেই হবে।



গ্রিন টি ত্বকের জন্য খুবই ভাল। ত্বক আর্দ্র রাখে এই বিশেষ চা। গ্রিন টি -এর টি ব্যাগ জলে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ওই তরল ভরে রাখুন স্প্রে বোতলে।



গরমের দিনে ত্বকে অনেক সময় র‍্যাশ, চুলকানি, লালচে ভাব দেখা যায়। এইসব সমস্যা দূর করে গ্রিন টি দিয়ে তৈরি ফেস মিস্ট।



ক্যামোমাইল টি দিয়েও তৈরি করা যায় ফেস মিস্ট। গরম জলে ক্যামোমাইল টি- এর টি ব্যাগ এবং মধু দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে রেখে দিন স্প্রে বোতলে।



ক্যামোমাইল টি দিয়ে তৈরি এই ফেস মিস্ট গরমকালে রোজই ত্বকে ব্যবহার করতে পারেন। ত্বক থাকবে হাইড্রেটেড এবং মোলায়েম।



শসার রস দিয়েও তৈরি করা যায় ফেস মিস্ট। চাইলে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন কয়েকটি পুদিনা পাতা। ঠান্ডা জলে এগুলি মিশিয়ে রেখে দিন স্প্রে বোতলে।



গরমের তীব্র দাবদাহে এই বিশেষ ফেস মিস্ট ব্যবহার করা হলে ত্বকের যাবতীয় জ্বালা-যন্ত্রণা দূর হবে সহজেই। ত্বক থাকবে হাইড্রেটেড।



অ্যালোভেরা জেল দিয়েও তৈরি করে নেওয়া যায় ফেস মিস্ট। গরমের দিনে অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করা ফেস মিস্ট ব্যবহার করলে ত্বক থাকবে আর্দ্র।



অ্যালোভেরা জেল জলে ভালভাবে মিশিয়ে একটা স্প্রে বোতলে রেখে দিন। গরমের মরশুমে মাঝে মাঝে ব্যবহার করুন। ত্বক থাকবে হাইড্রেটেড।