গরমকালে ত্বকের পরিচর্যায় সবার আগে ব্যবহার করতে হয় সানস্ক্রিন। যাতে মুখে বেশি ঘাম না হয় তার জন্য ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন।



গরমের মরশুমে মুখের ত্বকে যাতে বেশি ঘাম না হয় সেই জন্য আপনি ব্যবহার করতে পারেন জেল-বেসড সানস্ক্রিন। এর ফলে ত্বক চিটচিট করবে না।



গরমকালেও ত্বকে ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। এক্ষেত্রেও জেল বেসড কিংবা ওয়াটার বেসড প্রোডাক্ট ব্যবহার করলে ঘাম কম হবে।



ত্বকে বিশেষ করে মুখে যাতে বেশি ঘাম না হয়, তার জন্য ফেস মাস্কের শিট ব্যবহার করতে হবে। এর ফলে ত্বক হাইড্রেটেডও থাকবে।



গরমকালে ত্বকে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। এই অবস্থায় ঘাম হলে জ্বালা-যন্ত্রণা বাড়ে। এই সমস্যা দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।



অ্যালোভেরা জেল বেসড ক্রিম, ময়শ্চারাইজার কিংবা অন্য প্রোডাক্ট ব্যবহার করলে মুখের ত্বকে সেভাবে ঘাম হবে না গরমের দিনেও।



গরমকালে দিনে যতবার পারবেন পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। তারপর ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। এর ফলে ত্বকে ঘাম হবে না সেভাবে।



গরমকালে মুখ ধোয়ার জন্য ফেসওয়াশও ব্যবহার করতে হবে। এছাড়াও ব্যবহার করতে হবে ফেসস্ক্রাব। তাহলে ত্বকে কোনও ময়লা জমে থাকবে না।



হাল্কা ধরনের ক্রিম, ময়শ্চারাইজার গরমকালে ব্যবহার করতে হবে ত্বকে। তার ফলে ঘাম হবে কম। ত্বকের অন্যান্য সমস্যাও দূর হবে।



যাঁদের ত্বক তেলতেলে ধরনের, তাঁরা গরমের দিনে ত্বকের একটু বেশিই যত্ন করবেন। নাহলে ত্বকে সিবাম বেশি থাকার ফলে, নোংরা জমে ব্রনর সমস্যা বাড়বে।