সর্দি-কাশির সমস্যা এড়াতে অনেকেই প্রতিদিন মধু খান। অনেকে আবার চিনির পরিবর্তে ন্যাচারাল সুইটনার হিসেবে চায়ের মধ্যে মধু দিয়ে খান। চিনির পরিবর্তে মধুর ব্যবহার অনেক খাবার এবং পানীয়েই লক্ষ্য করা যায়। লেবু-মধু মেশানো চা হোক বা প্যানকেকের সঙ্গে মধু, খেতে সবই বেশ সুস্বাদু। প্রায় সকলের বাড়িতেই স্টিলের চামচ ব্যবহার করেই মধু খাওয়া হয়। অনেক বাড়িতে মধুর পাত্র বা শিশির মধ্যে স্টিলের চামচ ডোবানোই থাকে। স্টিলের চামচ দিয়ে দিনের পর দিন মধু খাওয়ার অভ্যাস থাকলে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। যেহেতু স্টিলের চামচ একটি ধাতব জিনিস তা মধুর সঙ্গে মিশিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। আর যেকোনও ধরনের রাসায়নিক বিক্রিয়াই আমাদের শরীর-স্বাস্থ্যের পক্ষে খারাপ। স্টিলের চামচের পরিবর্তে কাঠের চামচ ব্যবহার করে মধু খেতে পারেন। এই অভ্যাস অনেক বেশি স্বাস্থ্যকর।