ব্যস্ততাভরা জীবনে চুলের খেয়াল রাখা সহজ কথা নয় সমস্যা নিরাময়ে তেল মাখার ওপর অনেকেই গুরুত্ব দেন

তবে মাথায় রোজ তো তেল মাখা সম্ভব নয় স্বাস্থ্যকর চুল পেতে কদিন পর পর তেল মাখবেন?

চুল খুব রুক্ষ শুষ্ক হলে সপ্তাহে ২-৩ দিন তেল মাখা যেতে পারে

কিন্তু যদি চুল বা মাথার ত্বক খুব তৈলাক্ত হয় সেক্ষেত্রে সপ্তাহে এক বার তেল মাখাই ভাল

যাদের চুল খুব তেলতেলে বা রুক্ষ নয় তারা মাসে এক-দুবার তেল মাখতে পারেন

মাথার ত্বক বা চুলের সমস্যা বুঝে তেল মাখুন শুধু চুল পড়ার সমস্যা থাকলে সপ্তাহে ২ থেকে ৩ দিন তেল মাখুন

আবার সপ্তাহে তিন দিন মাখলেও কোন সমস্যা নেই চুল ও জীবনযাপন দেখে তেল ব্যবহার করুন