শর্তহীন কোনও সম্পর্কের কথা যদি বলা হয়। তাহলে প্রথমেই আসে বন্ধুত্বের কথা।



যে কোনও ব্যক্তির জীবনের মোড় ভাল দিকে ঘুরিয়ে দিতে পারে ভাল বন্ধু। আর উল্টোটা হলে?



বন্ধুত্বের সম্পর্কেও যাচাই-পরখ চলে। আদৌ বন্ধু না কি আদতে ক্ষতিকর? কীভাবে বুঝবেন?



কীভাবে বুঝবেন বন্ধুত্বের সম্পর্কে Red Flag কি না?



যখন আপনার তাঁকে দরকার হবে, কিন্তু সেই সময় তাঁকে পাওয়া যাবে না



যখন আপনার তাঁকে প্রয়োজন। অনুভূতি শেয়ার করতে চান তখন তাঁর কাছে অন্য কাজের প্রয়োজনীয়তা বেশি হবে এবং বারবার এমন হবে।



যদি বন্ধু বারবার নেশাদ্রব্যে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন, তাহলে সতর্ক হোন



কোনও বাজে নেশা থেকে বের করানোর বদলে সেখানে আরও বেশি করে নিমজ্জিত হতে সাহায্য করলে, সে আর যাই হোক বন্ধু নয়



আপনার প্রয়োজনে কথা শুনবে না। কিন্তু নিজের সময় আপনাকে তাঁর কথা সবসময় শোনার জেদ করলে সতর্কতা প্রয়োজন



ভাল বন্ধু আপনার ছোটখাট খুশিও উদযাপন করবে। কোনও উন্নতিতে ঈর্ষা করবে না। শুধুই গসিপ নয়, জীবনমুখী গভীর আলোচনা হয় ভাল বন্ধুর সঙ্গে।



Thanks for Reading. UP NEXT

বৃহস্পতিবারের রাশিফল

View next story