উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল



ধর্মীয় অনুষ্ঠানে হুড়োহুড়িতে শিশু-মহিলা সহ শতাধিক মৃত্যু, পদপিষ্ট হওয়ার ঘটনা এড়াবেন কীভাবে?



ভিড়ে যাওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে আবহাওয়ার পূর্বভাস, সেই অনুযায়ী নিতে হবে সিদ্ধান্ত



ভিড়ে একা কখনই যাবেন না, একসঙ্গে কমপক্ষে দুজন বা তার বেশি যাওয়ার চেষ্টা করুন



সংশ্লিষ্ট জায়গা অনুযায়ী কতটা ভিড় রয়েছে, সেই ভিড় থেকে বেরোনোর পথও জেনে রাখুন



বড় জামা বা ভারী গয়না পরা এড়িয়ে চলুন ভিড়ের মধ্যে



সংশ্লিষ্ট জায়গায় কোথায় প্রাথমিক চিকিৎসা মিলবে, কোথায় সিকিউরিটি মিলবে তাও জেনে রাখা প্রয়োজন



ভিড়ের মধ্যে পড়ে গেলে দ্রুত উঠে পড়ার চেষ্টা করুন



সবমিলিয়ে সংশ্লিষ্ট জায়গায় ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে



Thanks for Reading. UP NEXT

অতিরিক্ত জল খেলে হতে পারে মারাত্মক বিপদ

View next story