Image Source: Freepik

নানা বিষয়ের মতো বিছানার চাদর ধোয়া নিয়েও একটি সমীক্ষা হয়েছিল ব্রিটেনে।

Image Source: Freepik

তাতে দেখা যায় ৫০ শতাংশ পুরুষ বিছানার চাদর চার মাস পর্যন্ত ধোয় না।

Image Source: Freepik

অন্যদিকে ১২ শতাংশ পুরুষের কথায়, তাদের যখন মনে পড়ে তখন বিছানার চাদর ধোয়।

Image Source: Freepik

তুলনায় মহিলারা বেশি বিছানার চাদর ধোয় বলে জানাচ্ছে সমীক্ষা।

Image Source: Freepik

৬২ শতাংশ মহিলাই দুই সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর ধুয়ে নেন‌।

Image Source: Freepik

একটি বেডিং সংস্থার ওই সমীক্ষায় দেখা যায়, দম্পতিরা ৩ সপ্তাহ অন্তর চাদর ধুয়ে নেন।

Image Source: Freepik

চাদর কতটা ময়লা হচ্ছে, তার উপর নির্ভর করে কতদিন অন্তর ধোয়া উচিত।

Image Source: Freepik

ধুলোবালি ছাড়াও ঘাম চাদর শুষে নেয়।আর তা থেকেই ময়লা হয়।

Image Source: Freepik

কোনও বাঁধাধরা নিয়ম না থাকলেও এক সপ্তাহে বা দুই সপ্তাহে অন্তত একবার চাদর ধোয়া উচিত।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।