চুলের স্বাস্থ্য় বজায় রাখতে
নিয়মিত ট্রিমিংও জরুরি


কিন্তু কত ঘন ঘন
চুলের ডগা কাটবেন?


চুলের দৈর্ঘ্যের উপরই
সবকিছু নির্ভর করে


তবে সাধারণত ৬-৮
সপ্তাহ অন্তর ট্রিমিং করান


ছোট চুল হলে
৪-৬ সপ্তাহ অন্তর অন্তর


যাঁদের চুল খুব লম্বা, তাঁরা
৮-১২ সপ্তাহ অন্তর ট্রিমিং করান


চুলে ঘন ঘন কেমিক্য়াল
ব্যবহার করেন যদি


সেক্ষেত্রে ৪-৮ সপ্তাহ
অন্তর চুল কাটতে যান


চুল কোঁকড়ানো হলে
৬-৮ সপ্তাহ অন্তর ট্রিমিং করান


তবে বিশেষজ্ঞের পরামর্শ
চলাই ভাল এক্ষেত্রে