রক্তকে ডিটক্সিফাই করতে সাহায্য করে নিম পাতা, তাতে টক্সিন বেরিয়ে যায় শরীর থেকে

Published by: ABP Ananda

অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং প্রদাহবিরোধী উপাদান ত্বকে ব্রণ, লালভাব বা দাগছোপের আশঙ্কা কমায়

Published by: ABP Ananda

খালি পেটে নিম পাতা চিবিয়ে খেলে মুখের ভেতরের ব্যাক্টেরিয়াও দূর হয়

Published by: ABP Ananda

রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে

Published by: ABP Ananda

এই পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে

Published by: ABP Ananda

শুধু খাওয়া নয়, চুলের পরিচর্যায় নিমপাতা দিলে খুসকি সহ সংক্রমণ কমে

Published by: ABP Ananda

ছোটখাটো কেটে যাওয়ার উপর নিম পাতা দিলে কমতে পারে ক্ষত

Published by: ABP Ananda

বদহজম, পেট ফাঁপার সমস্যা থাকলে খালি পেতে নিম পাতা খাওয়া যায়

Published by: ABP Ananda

লিভারকে ডিটক্সিফাই করতে পারে এই পাতা, ফলে দূষিত পদার্থ দূর হতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda