চোখের রোগ থেকে বাঁচতে এই সময় অন্যের ব্যবহৃত গামছা বা তোয়ালে ব্যবহার করবেন না। (ছবি সৌজন্য-পিটিআই)

চিকিৎসক ছাড়া কারোর পরামর্শ মেনে কোনও ধরনের আই ড্রপ চোখে ব্যবহার করতে পারবেন না। এতে বিপদ বাড়বে। (ছবি সৌজন্য- পিটিআই)

সংক্রমণ থেকে বাঁচতে চোখের মেকআপ এড়িয়ে চলুন। দিনের বেলায় রাস্তার বের হলে ব্যবহার করুন চশমা।(ছবি সৌজন্য- পিটিআই)

যাঁদের কনজাঙ্কভাইটিস হয়েছে তাঁরা চোখে চশমা ব্যবহার করুন। সেই সঙ্গে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলুন। (ছবি সৌজন্য-পিটিআই)



বর্ষাকালে নদী, পুকুর বা যে কোনওকম জলাশয়ে স্নান করা থেকে বিরত থাকুন। বারবার চোখে হাত দেবেন না বা হাত দিয়ে চোখ ঘষবেন না। (ছবি সৌজন্য- পিটিআই)

চোখে কোনওরকম অ্যালার্জি বা ইনফেকশন দেখা দিলে অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- পিক্সাবে)

চোখের পাতা মাঝে মাঝে খোলা ও বন্ধ করুন। সুযোগ থাকলে কিছুক্ষণ তাকিয়ে থাকুন সবুজ প্রকৃতির দিকে। (ছবি সৌজন্য- পিক্সাবে)

রাস্তা থেকে বাড়ি এসে হাত না ধুয়ে মুখে বা চোখে জল দেবেন না। না হলে হাতে থাকা জীবাণু চোখে গিয়ে রোগ তৈরি করতে পারে। (ছবি সৌজন্য- পিক্সাবে)

রাস্তায় বেরিয়ে পরিষ্কার জল ছাড়া চোখ বা মুখ ধোবেন না। এতে নানা ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। (ছবি সৌজন্য- পিটিআই)