নিত্যদিনের ব্যবহারে গামছা অত্যন্ত প্রয়োজনীয় তবে একে ইংরেজিতে কী বলে তা অবশ্য চট করে মনে আসে না পৃথিবীতে এমন অনেক বাংলা বা ইংরেজি শব্দ আছে যা হারিয়ে গেছে যার সঠিক উত্তর আমাদের জানা থাকে না স্নান করে সাধারণত আমরা যে তোয়ালে দিয়ে গা মুছি তাকে ইংরেজিতে টাওয়েল বলা হয় আজকাল গামছা শাড়ি থেকে শুরু করে কুর্তি, পাঞ্জাবিও বেশ জনপ্রিয় কিন্তু আপনারা কখনও ভেবে দেখেছেন কি গামছার ইংরেজি শব্দ কী? অনেকেই তোয়ালে ও গামছাকে একই রকম বলে মনে করেন কিন্তু গঠনগত দিক থেকে এই দুই জিনিসের অনেক পার্থক্য রয়েছে বাংলার ঐতিহ্য ও শিল্প গামছার মাধ্যমে অনেক অংশে প্রকাশিত হয় বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রেও বৃদ্ধি পাচ্ছে গামছার চাহিদা গামছাকে ইংরেজি অভিধানে বলা হয়েছে “A napkin made by handloom”