বাজার থেকে এনে সটান ফ্রিজে

ঢোকাবেন না শাক-সবজি

Published by: ABP Ananda

প্রথমে ঠান্ডা জলে ভাল

করে ধুয়ে নিন সবকিছু

Published by: ABP Ananda

শাক-সবজির গায়ে লেগে

থাকা ময়লা তুলে ফেলুন

Published by: ABP Ananda

শাক-সবজির কোনও অংশ

খারাপ হলে কেটে বাদ দিন

Published by: ABP Ananda

এতে বাকি অংশ তাড়াতাড়ি

পচে যাওয়ার ঝুঁকি থাকবে না

Published by: ABP Ananda

একটি পচা সবজির সংস্পর্শে

অন্য সবজি গুলি পচবে না

Published by: ABP Ananda

ধুয়ে সঙ্গে সঙ্গে

ফ্রিজে ঢোকাবেন না

Published by: ABP Ananda

জল ঝরিয়ে আগে

শাক-সবজি শুকনো করে নিন

Published by: ABP Ananda

এমনি ঠেসে পুরে না দিয়ে,

আলাদা আলাদা মুড়ে রাখুন

Published by: ABP Ananda

দেখবেন যে ব্য়াগ বা পাত্রে রাখবেন,

তাতে হাওয়া চলাচল করে যেন

Published by: ABP Ananda

টমেটো, পেঁয়াজের মতো সবজিকে

সবুজ শাকের থেকে দূরে রাখুন

Published by: ABP Ananda

আলু, পেঁয়াজ রাখুন অন্ধকার,

ঠান্ডা জায়গায়, ফ্রিজে নয়

Published by: ABP Ananda

এব্যাপারে কারও

পরামর্শ নিতে পারেন

Published by: ABP Ananda