ঘরে মাকড়সার জাল জমতে শুরু করলে, এভাবে পান মুক্তি

Published by: ABP Ananda
Image Source: pexels

বাড়িতে থাকা মাকড়সার জাল দেখতে খুব খারাপ লাগে

Image Source: pexels

পরিষ্কার করার পরেও প্রায়শই বাড়ির দেওয়ালে মাকড়সার জাল দেখা যায়

Image Source: pexels

এই ৫টি উপায় এই সমস্যা থেকে চিরকালের জন্য মুক্তি দেবে

Image Source: pexels

এই সমস্যা থেকে বাঁচতে সবার আগে মাকড়সা মারার ওষুধ ব্যবহার করুন

Image Source: pexels

এবং এর থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হল বাড়িতে পরিচ্ছন্নতা বজায় রাখা

Image Source: pexels

পুদিনা পাতার জল বা পুদিনা তেলের স্প্রে মাকড়সার জালের উপর করুন

Image Source: pexels

মাকড়সার জালে দারুচিনি পাউডার ছড়িয়ে দিলে এর তীব্র গন্ধে মাকড়সা চলে যাবে

Image Source: pexels

লেবুর খোসা বা কমলার খোসা সেই স্থানে রাখুন যেখানে মাকড়সার জাল সবচেয়ে বেশি দেখা যায়।

Image Source: pexels

সাদা ভিনেগার মাকড়সার জাল যুক্ত স্থানে ছিটিয়ে দিন। এতে থাকা অ্যাসিটিক অ্যাসিড মাকড়সা মারতে পারে।

Image Source: pexels