তামাক-সিগারেট না খেলেও কেন ওরাল ক্যানসার হয় কিছু মানুষের ?

Published by: ABP Ananda
Image Source: pixabay

বর্তমানে ক্যান্সারের মতো রোগ আগের থেকে অনেক বেশি সাধারণ হয়ে যাচ্ছে।

Image Source: pixabay

এবং অনেক লোক তামাক ও সিগারেট সেবন না করলেও তাদের মুখের ক্যান্সার হতে দেখা যাচ্ছে।

Image Source: pixabay

এই পরিস্থিতিতে, আসুন আজ আপনাকে বলি যে তামাক ও সিগারেট না খাওয়া লোকেদের কীভাবে মুখের ক্যান্সার হয় ?

Image Source: pixabay

তামাক ও সিগারেট সেবন না করা লোকেদেরও মুখের ক্যান্সার হওয়ার পেছনে অনেক কারণ থাকে।

Image Source: pixabay

বহু লোক সিগারেট পানকারীদের সঙ্গে বসে থাকে, যার ফলে সিগারেটের ধোঁয়া তাদের মুখে প্রবেশ করে মুখের ক্যান্সার হতে পারে।

Image Source: pixabay

এছাড়াও, এইচপিভি সংক্রমণের কারণে কিছু মানুষের তামাক-সিগারেট না খাওয়া বা পান করার পরেও মুখের ক্যান্সার হয়।

Image Source: pixabay

কিছু মানুষের মধ্যে দীর্ঘকাল ধরে মাড়ির রোগ বা খারাপ ফিটিং ডেনচারের মতো পরিস্থিতি থেকে মুখে একটানা জ্বালা ও ফোলাভাব হতে পারে।

Image Source: pixabay

যে কারণে তামাক ও সিগারেট সেবন না করা মানুষেরও মুখ গহ্বরের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।

Image Source: pixabay

কিছু মানুষের মধ্যে, যাদের পরিবারে মুখের ক্যান্সার হওয়ার ইতিহাস আছে, তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে।

Image Source: pixabay