বাজারে চড়া দাম, এভাবে বাড়িতেই করতে পারেন ধনেপাতার চাষ

Published by: ABP Ananda
Image Source: pixabay

ধনে পাতা সবজি রান্নাতে দিলে তা সবজির স্বাদ বাড়িয়ে দেয়।

Image Source: pixabay

ধনে একটি জনপ্রিয় মশলা হিসেবে গণ্য করা হয় যা ভারতীয় খাবারে ব্যবহৃত হয়। ধনে গুঁড়ো, গোটা ধনে কিংবা ধনেপাতা নানারকম এর ব্যবহার।

Image Source: pixabay

ধনেপাতা শুধু রান্নায় স্বাদ আর সুগন্ধই যোগ করে না, হজমেও সাহায্য করে।

Image Source: pixabay

কীভাবে টবে ধনেপাতা চাষ করা যায়, এর সহজ উপায় কী ?

Image Source: pixabay

টবে ধনেপাতা লাগানোর জন্য এমন টব নিন যা সামান্য গভীর এবং টবের নিচে ছিদ্র আছে।

Image Source: pixabay

টবে ধনেপাতা লাগানোর জন্য মাটি নিয়ে তার সাথে জৈব সার মেশান।

Image Source: pixabay

এরপরে ধনে বীজ প্রস্তুত করার জন্য বীজগুলিকে হালকা রোদে শুকিয়ে কোনো মোটা জিনিস দিয়ে অথবা হাত দিয়ে সামান্য ভাঙুন।

Image Source: pixabay

শুকনো করার পর ধনে বীজ সারারাত জলে ভিজিয়ে রাখুন।

Image Source: pixabay

এখন ধনে বীজ সরাসরি টবের মাটির উপরে দিন।

Image Source: pixabay

ধনেবীজ টবের মাটিতে পোঁতার পর হালকা মাটি উপরে ছড়িয়ে দিন এবং সামান্য জল ছিটিয়ে দিন।

Image Source: pixabay