বর্ষায় মশার উপদ্রব কমাতে বন্ধ ঘরে কর্পূর পোড়াতে বা একটা বাটিতে কর্পূর আর লেবুর খোসা রেখে দিতে পারেন

Published by: ABP Ananda

ঘরের কোণ সহ বেসিনের ফুটোতে চিনি এবং বেকিং সোডা জলে মিশিয়ে স্প্রে করে দিন, দূর হবে আরশোলা

Published by: ABP Ananda

বর্ষা বাড়লেই পিঁপড়ের উপদ্রব বাড়ে, সম পরিমাণ ভিনিগার ও জল মিশিয়ে স্প্রে করে দিতে পারেন

Published by: ABP Ananda

একটা পাত্রে অ্যাপল সিডার ভিনিগার রেখে তা উপর থেকে এমন কিছু দিয়ে ঢেকে দিতে হবে, যাতে মাছি উড়তে উড়তে আটকে যায়

Published by: ABP Ananda

রান্নাঘর সহ বাড়ির বিভিন্ন কোণে পেঁয়াজ এবং রসুনের টুকরো রেখে দিতে হবে, এতে টিকটিকির সমস্যা দূর হয়

Published by: ABP Ananda

জানলা সহ বাড়ির বিভিন্ন ফাঁকা জায়গায় পুদিনা তেলের স্প্রে দিতে হবে

Published by: ABP Ananda

কেন্নো দূর করতে ফিনাইল দিয়ে ঘর মুছতে হবে, ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিন নিম পাতা

Published by: ABP Ananda

আলমাড়িতে মথের উপদ্রব বাড়ে, জামাকাপড় শুকিয়ে রাখুন, ল্যাভেন্ডার বা অন্য কোনও সুগন্ধী স্প্রে করতে পারেন

Published by: ABP Ananda

একধরনের মাছি আছে যা কার্পেট, আসবাবপত্রেই দেখা যায়, লেবুর রস এবং জলের স্প্রে ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda