এটা সত্যি যে পাইলটরা সত্যিই পারফিউম ব্যবহার করতে পারেন না।

Image Source: pexels

পাইলটকে পারফিউম লাগানোর অনুমতি দেওয়া হয় না ।

Image Source: pexels

এর আসল কারণ হল,পারফিউমে অ্যালকোহল থাকে।

Image Source: pexels

যাতে কোনওভাবেই দুর্ঘটনা না ঘটে।

Image Source: pexels

উড়ানের আগে পাইলটের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হয়।

Image Source: pexels

নিশ্চিত করা হয় যে পাইলট অ্যালকোহল নিয়েছেন কিনা।

Image Source: pexels

পাইলটের ব্রেথ এনালাইজার পরীক্ষা হলে একটা সীমারেখা থাকে।

Image Source: pexels

অ্যালকোহলের মাত্রা 0.0000 পর্যন্ত থাকতে হবে, নির্দেশ থাকে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Source: pexels