প্রেমের সম্পর্কে কারও দ্বারা প্রত্যাখ্যাত হওয়া যেমন কঠিন, তেমন অনেক সময় কাউকে ফিরিয়ে দেওয়া বা প্রেম ভেঙে বেরিয়ে আসাও কঠিন। তবে এই কাজ কঠোর না হয়ে অত্যন্ত ভদ্রভাবেও করা যায়। 'না' বলবেন কীভাবে? রইল সহজ টিপস। প্রথমত, আপনি নিজের অনুভূতি সম্পর্কে একেবারে সৎ থাকতে পারেন। অপরজনের পক্ষে সেটা শোনা কঠিন হলেও, ভবিষ্যতের জন্য ভাল। ধরুন, এমন কেউ বারবার আপনার থেকে উত্তর চাইছে যাকে আপনি একেবারেই পছন্দ করেন না। সোজাসুজি 'না' বলে দিন। কারও প্রশংসা করে প্রত্যাখ্যান হয়তো ঘায়ে খানিক প্রলেপের কাজ করতে পারে। এতে ভবিষ্যতে বন্ধুত্বের সম্পর্কও টিকে থাকতে পারে। কারও সঙ্গে সদ্য আলাপ হয়েছে, কিন্তু ঠিক মন-মতের মিল হচ্ছে না? উভয় পক্ষের সময় নষ্ট না করে সোজাসুজি সেটাই জানিয়ে দিন। পরে ক্ষমা চাইতে হবে না। এবার ধরুন, কারও সঙ্গে বেশ কিছুদিন কথা বলার পর বুঝলেন যে সম্পর্ক এগোবে না, তাহলে তাঁর কাছে নিজের কারণগুলি খুলে, বুঝিয়ে বলুন। যদি সাক্ষাতের পর মনে হয় যে একসঙ্গে থাকা যাবে না, তাহলে তাঁকে এড়িয়ে যাবেন না। ভদ্রভাবে পরিষ্কার মনের কথা জানিয়ে দিন। সময় নষ্ট হবে না কারোরই। 'এখন নয়' বা 'পরে কখনও হতে পারে'... এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেবেন না। তাতে সমস্যা বাড়ে। বরং নম্রভাবে বলুন, 'আমরা বন্ধু হিসেবেই সবচেয়ে ভাল'। যদি আপনি একটি সম্পর্কে থাকা সত্ত্বেও অপর কেউ আপনাকে প্রেম প্রস্তাব দেন, তাহলে সেটাই পরিষ্কার জানান। রূঢ় না হয়ে, নরমভাবে বললে তিনিও বুঝবেন।