ঘাঁটবে না, মুছবে না,

দীর্ঘ সময় টিকবে

Published by: ABP Ananda

এমন মাস্কারায়

ছেয়ে গিয়েছে বাজার

Published by: ABP Ananda

কিন্তু সহজে কী করে

মাস্কারা তুলবেন জানুন

Published by: ABP Ananda

কটন প্যাড প্রথমে

জলে ভিজিয়ে নিন

Published by: ABP Ananda

চোখ বন্ধ করে রেখে

দিন চোখের পাতার উপর

Published by: ABP Ananda

এভাবে ১৫-২০ সেকেন্ড

রাখলে নরম হয়ে আসবে

Published by: ABP Ananda

এর পর হালকা হাতে

তুলো দিয়ে তুলে নিন মাস্কারা

Published by: ABP Ananda

তবে জোরে ঘষবেন না,

বরং তুলো আবার ভিজিয়ে নিন

Published by: ABP Ananda

এবার ঈষৎ উষ্ণ জলে

ভাল করে ধুয়ে নিন

Published by: ABP Ananda

মাস্কারা তোলার পর

আইক্রিম লাগান অবশ্যই

Published by: ABP Ananda

এব্যাপারে বিশেষজ্ঞের

পরামর্শ নিন

Published by: ABP Ananda