স্ক্যাল্পে রক্ত সঞ্চালনা বাড়াতে সাহায্য করে কর্পূর, তাতে চুলের বৃদ্ধি হয় সহজেই

Published by: ABP Ananda

প্রথমে কর্পূর গুঁড়ো করে পাউডারের মতো করে নিতে হবে

Published by: ABP Ananda

এরপর নারকেল বা অলিভ ওয়েলের মতো কেরিয়ার তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে

Published by: ABP Ananda

ওই মিশ্রণ ধীরে ধীরে স্ক্যাল্পে ব্যবহার করতে হবে, হালকা হাতে ৫ থেকে ১০ মিনিট মাসাজ করতে হবে

Published by: ABP Ananda

চুল সহ স্ক্যাল্পে ওই তেল মাসাজ করার পর আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিতে হবে

Published by: ABP Ananda

এরপর সামান্য গরম জলে চুল ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

প্রাথমিকভাবে তেল বেরিয়ে গেলে সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে

Published by: ABP Ananda

শ্যাম্পু করার পর অবশ্যই ব্যবহার করতে হবে কন্ডিশনার

Published by: ABP Ananda

ভাল ফলের জন্য সপ্তাহে অন্তত এক থেকে দুবার এভাবে চুলের যত্ন নিতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda