চুলের যত্নে ডিমের ব্যবহার স্বাভাবিক, তবে ডিমের খোসার গুণেও ঘন হতে পারে চুল, কীভাবে?
abp live

চুলের যত্নে ডিমের ব্যবহার স্বাভাবিক, তবে ডিমের খোসার গুণেও ঘন হতে পারে চুল, কীভাবে?

Published by: ABP Ananda
ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, যা চুলের ফলিকলকে মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে 
abp live

ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, যা চুলের ফলিকলকে মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে 

Published by: ABP Ananda
এছাড়াও এই খোসায় আছে প্রোটিন ও ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফসফরাস- যা চুলের ধরনের উন্নতি ঘটায় 
abp live

এছাড়াও এই খোসায় আছে প্রোটিন ও ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফসফরাস- যা চুলের ধরনের উন্নতি ঘটায় 

Published by: ABP Ananda
এতে উপস্থিত ক্যালসিয়াম চুল পড়া কমায় এবং চুলের প্রয়োজনীয় প্রোটিন কেরাটিন বাড়াতে সাহায্য করে 
abp live

এতে উপস্থিত ক্যালসিয়াম চুল পড়া কমায় এবং চুলের প্রয়োজনীয় প্রোটিন কেরাটিন বাড়াতে সাহায্য করে 

Published by: ABP Ananda
abp live

স্ক্যাল্পের pH ভারসাম্য বজায় রাখে এতে উপস্থিত পুষ্টি উপাদান, চুলকানি এবং খুসকি কমাতে পারে 

Published by: ABP Ananda
abp live

এক্সফোলিয়েশনের কাজ করে এই খোসা, যা মৃত কোষ দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে 

Published by: ABP Ananda
abp live

ডিম ফাটানোর পর অবশিষ্ট অংশ বের করে খোসা ভাল করে ধুয়ে শুকিয়ে নিন

Published by: ABP Ananda
abp live

শুকানোর জন্য খোলা জায়গায় বা রোদে রাখা যেতে পারে 

Published by: ABP Ananda
abp live

শুকিয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে, ওই গুঁড়ো শ্যাম্পু বা হেয়ার মাস্কের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda