চুলের যত্নে ডিমের ব্যবহার স্বাভাবিক, তবে ডিমের খোসার গুণেও ঘন হতে পারে চুল, কীভাবে?
February 18, 2025
Published by: ABP Ananda
ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, যা চুলের ফলিকলকে মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে
February 18, 2025
Published by: ABP Ananda
এছাড়াও এই খোসায় আছে প্রোটিন ও ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফসফরাস- যা চুলের ধরনের উন্নতি ঘটায়
February 18, 2025
Published by: ABP Ananda
এতে উপস্থিত ক্যালসিয়াম চুল পড়া কমায় এবং চুলের প্রয়োজনীয় প্রোটিন কেরাটিন বাড়াতে সাহায্য করে
February 18, 2025
Published by: ABP Ananda
স্ক্যাল্পের pH ভারসাম্য বজায় রাখে এতে উপস্থিত পুষ্টি উপাদান, চুলকানি এবং খুসকি কমাতে পারে
February 18, 2025
Published by: ABP Ananda
এক্সফোলিয়েশনের কাজ করে এই খোসা, যা মৃত কোষ দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে
February 18, 2025
Published by: ABP Ananda
ডিম ফাটানোর পর অবশিষ্ট অংশ বের করে খোসা ভাল করে ধুয়ে শুকিয়ে নিন
February 18, 2025
Published by: ABP Ananda
শুকানোর জন্য খোলা জায়গায় বা রোদে রাখা যেতে পারে
February 18, 2025
Published by: ABP Ananda
শুকিয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে, ওই গুঁড়ো শ্যাম্পু বা হেয়ার মাস্কের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে
February 18, 2025
Published by: ABP Ananda
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।