গরমে অনেকেই আইসক্রিম খেতে পছন্দ করেন।



বাচ্চা থেকে বুড়ো আইসক্রিমে খুব একটা না নেই কারও।



কিন্তু আইসক্রিম খেলেই জল তেষ্টা পায় কেন ?



অনেকেই আইসক্রিম খাওয়ার পর জল খান।



এই কাজ করলেই বিপদ। তবে আগে জল খেলে সমস্যা নেই।



আইসক্রিম খাওয়ার পরে জল খেলে গলার সমস্যা হতে পারে।



গলা ব্যথা, এমনকী দাঁতেও ব্যথা হতে পারে।



আইসক্রিম খেলে শরীরে চিনি ও সোডিয়ামের পরিমাণ বাড়ে।



তাই প্রবল জলতেষ্টা পায় আমাদের।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।