কোষ্ঠকাঠিন্যে জেরবার ? ওষুধ ছাড়াই এই ৫ খাবারে মিলবে উপশম

Published by: ABP Ananda
Image Source: Freepik

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আজকাল অনেকেই ভুগছেন যা একইসঙ্গে বিরক্তিকর এবং অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

Image Source: Freepik

তবে এই ৫ খাবারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই মিলবে।

Image Source: Freepik

আপেলে থাকা পেকটিনও একটি দ্রাব্য ফাইবার যা কোষ্ঠ দূর করতে সহায়ক।

Image Source: Freepik

পালং শাক অন্ত্রে জল টানতে সাহায্য করে যা কোষ্ঠকাঠিন্য দূর করবে।

Image Source: Freepik

ওটস খেলে দ্রাব্য ফাইবার পাবেন আপনি যা মল নরম করবে।

Image Source: Freepik

পেঁপেতে থাকে প্যাপাইন উৎসেচক যা হজমে দারুণ সাহায্য করে এবং কোষ্ঠের সমস্যা দূর করে।

Image Source: Freepik

আলুবোখরা প্রথম খাবার যাতে ভরপুর ফাইবার ও সরবিটল রয়েছে।
এই আলুবোখরা খেলে মল নরম হয় এবং অন্ত্রে খাদ্যমণ্ডের চলাচল মসৃণ হয়।


ফ্ল্যাক্সসিড অন্যতম খাবার যাতে ওমেগা থ্রি ও ফাইবার রয়েছে যা আর্দ্রতা ধরে রাখে। ফলে মল অন্ত্রের মধ্যে দিয়ে সহজে বেরিয়ে আসতে পারে।

Image Source: Freepik