রান্নাঘরে এই জিনিসগুলি রাখলে বাড়ে সম্পদ, কী বলছে বাস্তুশাস্ত্র ?



রান্নাঘরে রূপা বা স্টিলের কলসিতে জল ভরে রাখা শুভ।



ঘরে সুখ-সমৃদ্ধি আনতে রান্নাঘরে সবসময় এক চিমটি হলুদ রাখতে হবে।



রান্নাঘরে গুড় এবং ধনে একসঙ্গে রাখা শুভ।



রান্নাঘরে লবঙ্গ কাপড়ে বেঁধে রাখলে বাড়িতে আর্থিক উন্নতি হয়।



রান্নাঘরের দক্ষিণ-পূর্ব দিকে লাল রঙের কাপড় রাখা শুভ মানা হয়।



রান্নাঘরে কখনোই নুন কাঁচের পাত্রে রাখা উচিত না।



রান্নাঘরে সবুজ শাকসবজি রাখা সমৃদ্ধির প্রতীক।



রান্নাঘরে একটি ছোট আয়না রাখলে ধন লাভ হয়।



রান্নাঘরে কর্পূর ও লবঙ্গ একসঙ্গে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়।