পেটব্যথা একটা খুব সাধারণ সমস্যা। বিভিন্ন সময়, বিভিন্ন কারণেই পেটব্য়থা হতে পারে।
তবে সঠিক কারণ নির্ণয় না করে, নিজের বুদ্ধিতে, নিজের টোটকায় পেটব্যথার চিকিৎসা করতে গেলে তার ফল হতে পারে মারাত্মক।
পেট ব্যথা হলে, তার কারণ না বুঝেই খালি পেটে ওষুধ খেয়ে ফেলবেন না। এর ফলে বিভিন্ন প্রতিক্রিয়া হতে পারে।
পেট ব্যথার সমস্যায় ভুগলে ভাজাভুজি আর মশালাদার খাওয়া থেকে বিরত থাকুন।
নিজের বুদ্ধি মতো ওষুধ না খেয়ে বা টোটকা না করে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন।
ভারি যে কোনও খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। এতে পেটের সমস্যা বাড়তে পারে।
চা বা কফি খুব বেশি পান করবেন না। এতে পেটের সমস্যা বাড়তে পারে, পেটব্যথা হতে পারে।
অনেক সময় খুব মানসিক চাপও পেট ব্যথার কারণ হতে পারে। এইরকম হলে কেবল চিকিৎসকই সাহায্য করতে পারেন।
গ্যাস বা অ্যাসিডিটি ভেবে ঘরোয়া টোটকা ব্যবহার করা থেকে বিরত থাকুন। চিকিৎসকের পরামর্শ নিন
এক একটা কারণে এক এক রকমভাবে পেট ব্যথা হয়। প্রথমে নিজের পেট ব্যথার ধরণ নির্ণয় করুন, তারপরে চিকিৎসকের পরামর্শ নিন