মেট্রোতে সফর তো আপনি রোজ করেন, তবে এই নিয়মগুলি জানেন কি?
অফিস যাওয়ার পথে হোক বা অন্য কোথাও যাওয়া.. একটু আরামের সফর আর তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছনোর জন্য অনেকেই বেছে নেন মেট্রো।
তবে মেট্রোয় উঠলে বেশ কিছু নিয়ম মানতে হয়। সেগুলি না মানলে হতে পারে মোটা টাকা জরিমানা।
মেট্রোয় যে কোনও রকম দাহ্য পদার্থ নিয়ে যাওয়া কড়াভাবে নিষিদ্ধ। ধরা পড়লে জরিমানা অবশ্যই হবে।
মেট্রোর গেট জোর করে আটকানোর চেষ্টা করবেন না। ধরা পড়লে হতে পারে জরিমানা।
মেট্রোয় যাতায়াত করার সময় যে কোনও রকম অস্ত্র বা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় এমন জিনিস নিয়ে যাওয়া নিষেধ।
ট্রেনের এলসিডি স্ক্রিন নিয়ে ঘাঁটাঘাঁটি করা উচিত নয়। স্ক্রিনের কোনও ক্ষতি হলে জরিমানা হতে পারে।
মেট্রোয় সফর করার সময় মহিলাদের জন্য আলাদা থাকা কামরা ও সিট পুরুষদের ব্যবহারের জন্য একেবারেই নয়।
মেট্রোতে সফরের সময় ভুলেও টিকিট বা কার্ড ছাড়া ভ্রমণ করবেন না। হতে পারে মোটা টাকা জরিমানা
মেট্রো কর্মচারী অর্থাৎ স্টাফদের সঙ্গে তর্ক বা অভদ্র ব্যবহার ভুলেও করবেন না, এমনটা করলে জরিমানাও হতে পারে।
সফরের সময় ভুলেও মেট্রো ও মেট্রো স্টেশন নোংরা করবেন না ও মেট্রোর মাটিতে বসে সফর করবেন না।