মেট্রোতে সফর তো আপনি রোজ করেন, তবে এই নিয়মগুলি জানেন কি?

Published by: ABP Ananda
Image Source: PEXELS

অফিস যাওয়ার পথে হোক বা অন্য কোথাও যাওয়া.. একটু আরামের সফর আর তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছনোর জন্য অনেকেই বেছে নেন মেট্রো।

Image Source: PEXELS

তবে মেট্রোয় উঠলে বেশ কিছু নিয়ম মানতে হয়। সেগুলি না মানলে হতে পারে মোটা টাকা জরিমানা।

Image Source: PEXELS

মেট্রোয় যে কোনও রকম দাহ্য পদার্থ নিয়ে যাওয়া কড়াভাবে নিষিদ্ধ। ধরা পড়লে জরিমানা অবশ্যই হবে।

Image Source: PEXELS

মেট্রোর গেট জোর করে আটকানোর চেষ্টা করবেন না। ধরা পড়লে হতে পারে জরিমানা।

Image Source: PEXELS

মেট্রোয় যাতায়াত করার সময় যে কোনও রকম অস্ত্র বা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় এমন জিনিস নিয়ে যাওয়া নিষেধ।

Image Source: PEXELS

ট্রেনের এলসিডি স্ক্রিন নিয়ে ঘাঁটাঘাঁটি করা উচিত নয়। স্ক্রিনের কোনও ক্ষতি হলে জরিমানা হতে পারে।

Image Source: PEXELS

মেট্রোয় সফর করার সময় মহিলাদের জন্য আলাদা থাকা কামরা ও সিট পুরুষদের ব্যবহারের জন্য একেবারেই নয়।

Image Source: PEXELS

মেট্রোতে সফরের সময় ভুলেও টিকিট বা কার্ড ছাড়া ভ্রমণ করবেন না। হতে পারে মোটা টাকা জরিমানা

Image Source: PEXELS

মেট্রো কর্মচারী অর্থাৎ স্টাফদের সঙ্গে তর্ক বা অভদ্র ব্যবহার ভুলেও করবেন না, এমনটা করলে জরিমানাও হতে পারে।

Image Source: PEXELS

সফরের সময় ভুলেও মেট্রো ও মেট্রো স্টেশন নোংরা করবেন না ও মেট্রোর মাটিতে বসে সফর করবেন না।

Image Source: PEXELS