কিডনি ভাল রাখবে এই ৩ সবজির রস, কীভাবে উপকার ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

কিডনি ভাল রাখতে চান ? তাহলে সমাধান এই সবজির রসে।

Image Source: Freepik

সাদা কুমড়োর রস কিডনির জন্য অত্যন্ত উপকারী।

Image Source: Freepik

সবজিতে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকলে তা খাওয়া যাবে না কিডনির সমস্যায়।

Image Source: Freepik

তাছাড়া বেশি প্রোটিনও কিডনির জন্য ক্ষতিকর।

Image Source: Freepik

কুমড়োর রস খেলে কিডনির স্বাস্থ্য ভাল থাকে।

Image Source: Freepik

এতে ভরপুর ফাইবার ও ভিটামিন থাকে।

Image Source: Freepik

শরীরের টক্সিন দূর করতেও কাজে দেয় এই কুমড়োর রস।

Image Source: Freepik

সবুজ শাক এবং ব্রোকলির রসও কিডনির পক্ষে ভাল।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik