কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত পরিশোধন করে।



অনেক সময় কিডনিতে সমস্যা হলে ব্যথা হতে পারে। তবে অনেকেই জানেন না যে কিডনির ব্যথা কোথায় হয়।



বেশ কয়েকটি কারণে কিডনির ব্যথা হয়। যেমন কিডনি স্টোন, কিডনি সংক্রমণ।



কিডনিতে প্রদাহ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ হতে পারে।



পিঠের নিচের দিকে ব্যথা, পেটের নিচের দিকে ব্যথা কিডনির সমস্যার লক্ষণ।



কিডনির ব্যথা সাধারণত একপাশে হয়, কিন্তু কখনও কখনও দুপাশেও হতে পারে।



কিডনির ব্যথা সাধারণত পিঠের নিচের দিকে হয়, যা কোমরের মাঝখান থেকে শুরু হয়।



এই ব্যথা কখনও কখনও পেটের নিচের দিকেও হতে পারে।



পেটের নিচের দিকে ব্যথা, সাধারণত প্রস্রাবথলির সংক্রমণ থেকে হয়।