অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে কিশমিশে; যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে

Published by: ABP Ananda

স্ক্যাল্পে রক্ত সঞ্চালনা করতে সাহায্য করে কিশমিশ জল, এই জল স্ক্যাল্প পরিষ্কারও রাখে

Published by: ABP Ananda

এতে আয়রন থাকে, ফলে চুল পড়ায় রোধ করতে পারে এই জল

Published by: ABP Ananda

কিশমিশ জলে উপস্থিত ভিটামিন C, কোলাজেন তৈরিতে সাহায্য করে

Published by: ABP Ananda

এই জল নিয়মিত পান করলে স্ক্যাল্পের প্রদাহ দূর হয় এবং খুসকি কমতে পারে

Published by: ABP Ananda

শরীরকে সতেজ রাখে কিশমিশ, দূর করে রুক্ষতাও

Published by: ABP Ananda

এই জলে রয়েছে ভিটামিন B, যা গোড়া থেকে চুল মজবুত করে

Published by: ABP Ananda

হাতেনাতে ফল পেতে প্রতিদিন খালি পেটে কিশমিশ জল পান করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda