শনিবার ১৮ জানুয়ারি পানীয় জলপরিষেবা বন্ধ ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়

Published by: ABP Ananda

শনিবার বেলা নটার পর থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত কলকাতা পুরসভার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে

Published by: ABP Ananda

দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকায় যার প্রভাব পড়বে

Published by: ABP Ananda

এর মধ্যে বেশ কিছু জায়গায় কলকাত পুরসভার আওতায় না হলেও গার্ডেনরিচ থেকে জল সরবরাহ হওয়ার কারণে পরিষেবা থাকবে বন্ধ

Published by: ABP Ananda

গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কস বা গার্ডেনরিচ জল প্রকল্পে বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন সহ মেরামতি করা হবে শনিবার

Published by: ABP Ananda

তার পাশাপাশি জলের পাইপলাইনে ভাল্বও মেরামতির কারণে এই শাটডাউন থকাবে বলে পুরসভা জানিয়েছে

Published by: ABP Ananda

কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রীন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া,  বুস্টার পাম্পিং স্টেশন বন্ধ থাকবে

Published by: ABP Ananda

বাঁশদ্রোণী, গাঁধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক, কসবাতেও বন্ধ থাকবে বুস্টার পাম্প

Published by: ABP Ananda

কলকাতা পুরসভার বরো ৮, ৯ ,১০ ১১ ১৩ ১৪ ১৫ ১৬ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা

Published by: ABP Ananda

বিজ্ঞপ্তি দিয়ে পুরসভা জানিয়েছে আংশিকভাবে ১২ নম্বর বরো এলাকায় এই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে

Published by: ABP Ananda