আদা ফ্রিজে রাখলে গুণ নষ্ট হয়ে যায় ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

শীতে অনেকেই আদা দিয়ে চা খেতে পছন্দ করেন।

Image Source: Freepik

বাড়িতে আদা আনা থাকলে সেগুলি কি ফ্রিজে রাখবেন ?

Image Source: Freepik

ফ্রিজে রাখলে আদার গুণাগুণ কি নষ্ট হয়ে যায় ?

Image Source: Freepik

এক-দুই সপ্তাহের মধ্যে আদা ব্যবহার করার থাকলে তা বাইরেই রাখা ভাল।

Image Source: Freepik

তবে বাইরে খোলা রোদে রেখে দেওয়া উচিত নয়।

Image Source: Freepik

আবার আর্দ্র স্থানে আদা রাখলে তাতে ছত্রাকের সংক্রমণ হতে পারে।

Image Source: Freepik

তবে ফ্রিজে রাখলে আদার শেলফ লাইফ বেড়ে যাবে।

Image Source: Freepik

তবে ফ্রিজে রাখতে হলে কোনো বায়ু নিরোধক প্যাকেটে এটি রাখতে হবে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik