হজমে সহায়ক হরমোন নিঃসরণে সাহায্য করে, গোলমরিচের গুণে দ্রুত হজম হতে পারে খাবার

Published by: ABP Ananda

পাইপেরিন যৌগ মেটাবলিজ়ম বাড়াতে সাহায্য় করে, এতে ক্যালোরি কমতে পারে

Published by: ABP Ananda

স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে গোলমরিচ, লক্ষ্যে স্থির থাকাও সম্ভব হয়

Published by: ABP Ananda

রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ফলে সর্দি-কাশির আশঙ্কা কমে

Published by: ABP Ananda

অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যুক্ত গোলমরিচ ব্রণ কমাতে, দাগছোপ দূর করতে পারে

Published by: ABP Ananda

প্রদাদ বিরোধী উপদান থাকায় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা কমাতে পারে

Published by: ABP Ananda

নাক বন্ধ থাকলে বা সাইনাসের মতো সমস্যা কমাতে কার্যকরী গোলমরিচ

Published by: ABP Ananda

এতে আছে ভিটামিন A, C, B12, পুষ্টি শোষণে সাহায্য করে গোলমরিচ

Published by: ABP Ananda

সেরোটনিনের নিঃসরণ বাড়াতে পারে, ফলে মেজাজ হয় চাঙ্গা, দূরে থাকে উদ্বেগ, মানসিক চাপ

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda