লেবুজলে অনেক উপকার মেলে, মেলে ভিটামিন সি।
মেদ ঝরাতেও লেবুজলের বিকল্প নেই।
কিন্তু এই লেবুজলের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে।
লেবুজল বেশি খেলে হার্টবার্ন হতে পারে।
পেপটিক আলসার থাকলে লেবুজল তাঁর জন্য ক্ষতিকর হতে পারে।
বেশি মাত্রায় লেবুজল খেলে পটাশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে।
শরীরে ভিটামিন সি বাড়লে রক্তে আয়রনের মাত্রা কমে যায়।
টনসিলের সমস্যা থাকলে লেবুজল খাওয়া বিপজ্জনক হতে পারে।
বেশি লেবুজল খেলে কিডনি অক্সালেট জমে পাথরও হতে পারে।