চিকিৎসকরা বলছেন, নখ শরীরের ভিতরের আয়না । এটা বোধহয় অনেকেরই অজানা ।



নখের নানা রকম দাগ , ব্যথা ও অন্য সমস্যায় কমবেশি ভোগেন প্রত্যেকেই।



মনে রাখতে হবে, শরীরের অনেক রোগের প্রতিফলন ঘটতে পারে নখে।



নখ অনেক সময় মাঝখান থেকে ফুলে যায়। অনেকটা ফেঁপে থাকার মত ।



জন্মগত হার্টের অসুখের ক্ষেত্রে নখে ক্লাবিং হয়। অনেক সময় সিওপিডির (COPD) প্রতিফলন হয়ে থাকে লখে।



কিছু ফাংগাল ইনফেকশন হয়ে থাকলেও তার প্রতিফলন নখে হয়।



সে ক্ষেত্রে দেখা যায় নখের আকার-আকৃতি পরিবর্তন হয়ে যায়।



সোরিয়াসিস এর প্রতিফলন ঘটতে পারে নখে। এই রোগ হলে নখগুলি হলুদ রঙের হয়ে যায়।



নখ যদি সাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি হয়ে থাকতে পারে।



ভিটামিন ডি-র (vitamin D) অভাবে নখ সহজে ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে।



লিউকোমিয়া রোগীদের ক্ষেত্রে অন্য নখের তলায় রক্তক্ষরণ হতে পারে ।