লিভার বিগড়োচ্ছে, তার আগাম সঙ্কেত দিতে পারে দাঁতও



দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত ​​পড়ার বিষয়টি অনেকেই উপেক্ষা করে যান।



দাঁত থেকে রক্ত পড়া ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ হতে পারে।



দাঁতের চারপাশের টিস্যু ক্ষতিগ্রস্থ হতে পারে লিভারে গোলমাল হলে।



নানা কারণে দাঁত থেকে রক্ত পড়ে। তবে লিভারের লোগ থাকলে হালকা ব্রাশ করলেও রক্তপাত হয়।



লিভার রোগের কারণে মাড়ি থেকে রক্তপাত হতে পারে এবং মাড়ি ফুলে যেতে পারে।



লিভারের রোগ মুখের মধ্যে ঘা বা প্রদাহ সৃষ্টি করতে পারে।



মাড়ি থেকে রক্তপাত বা অন্যান্য মুখের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হলে অবহেলা করবেন না