প্রতিদিন রাতেই কি সমস্যায় ভোগেন?



বারবার ঘুম ভেঙে যাচ্ছে প্রস্রাবের জন্য ?



এমন প্রস্রাব পাচ্ছে যে বারবার ঘুম ভেঙে যাচ্ছে ?



সেই সঙ্গে বারবার পাচ্ছে জল তেষ্টা ?



যখন আমাদের কিডনি শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়, তখন এটিকে ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয়।



এতে বার বার তেষ্টা পায় এবং বার বার প্রস্রাব করতে হয়।



এই সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে অ্যান্টি-ডাইইউরেটিক হরমোন (ADH)-এর অভাবের কারণে হয়।



যদি রোজ এমনটা চলতে থাকে তবে এটি কোনো গুরুতর রোগেরও সংকেত হতে পারে।



চিকিৎসা পরিভাষায় রাতে বার বার প্রস্রাব হওয়ার অবস্থাকে নকটুরিয়া বলে



অতিরিক্ত তেষ্টার সমস্যাকে পলিডিপসিয়া বলা হয়



এই সমস্যাকে উপেক্ষা করা উচিত নয়।