শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে চোখ পিটপিট করার প্রবণতা বাড়ে

Published by: ABP Ananda

পর্যাপ্ত ঘুম এবং যথেষ্ট পরিচর্যায় পরেও যদি চোখের নিচের অংশ ফোলা থাকে, তাহলে তা ম্যাগনেসিয়ামের ঘাটতি হতে পারে

Published by: ABP Ananda

মুখের পেশি শক্ত হয়ে গেলে তার নেপথ্যে থাকতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

Published by: ABP Ananda

ম্যাগনেয়িসাম ত্বক হাইড্রেট রাখতে পারে, এর ঘাটতি হলে ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়

Published by: ABP Ananda

এনার্জি এবং নার্ভের কার্যকারিতা বাড়ায় ম্যাগনেসিয়াম, এর ঘাটতির ফলে ক্লান্ত দেখায় চোখ মুখ

Published by: ABP Ananda

চোয়াল, নাক সহ মুখের অন্যান্য অংশের পেশির মোচড় লক্ষ করা যায়

Published by: ABP Ananda

শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিলে চোখের চারপাশে কালি পড়ে যায়

Published by: ABP Ananda

যাদের তৈলাক্ত ত্বক, তাঁরা ত্বক রুক্ষ হতে শুরু করলে অন্যতম কারণ হতে পারে এই ম্যাগনেসিয়াম ঘাটতি

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda