ভিটামিন C থাকায় লেবুর জল ডিটক্সিফাই করতে পারে, বাড়ায় মেটাবলিজ়ম এবং হজমেও সাহায্য করে

Published by: ABP Ananda

ক্যামোমাইল, পুদিনা, জবার মতো উপাদান দিয়ে তৈরি ভেষজ চা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, রোগ প্রতিরোধ এবং হজম ক্ষমতা বাড়ায়

Published by: ABP Ananda

পালংশাক, বিটের মতো সবজি দিয়ে তৈরি করা যায় স্মুদি, তাতে ফল, ড্রাই ফ্রুটস, চিয়া সিডস দেওয়া যায়

Published by: ABP Ananda

নারকেল বা ডাবের জলে পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের উৎস, দিনভর এনার্জি লেভেল বজায় রাখে

Published by: ABP Ananda

আদা জলে ফুটিয়ে তাতে মিশিয়ে নিন পুদিনা পাতা, এই জল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে

Published by: ABP Ananda

গরম জলে এক চামচ অ্যাপল সিডার ভিনিগার এবং মধু মিশিয়ে নিন, এই পানীয় মেটাবলিজ়ম বাড়াতে সাহায্য করে

Published by: ABP Ananda

চায়ের বদলে গরম দুধের সঙ্গে মধু এবং হলুদ মিশিয়ে পান করতে পারেন, এই পানীয় ঘুম কাটায়

Published by: ABP Ananda

চিয়া সিডস এবং লেবু জলে মিশিয়ে নিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত এই পানীয় সতেজ রাখে

Published by: ABP Ananda

গাজর, শসার রসে আছে ভরপুর ভিটামিন, লেবু এবং আদা মেশালে তার স্বাদ বাড়ে

Published by: ABP Ananda

মাচা ল্যাটেটে ক্যাফেইন নেই, বরং এই পানীয় অনেক বেশি এনার্জি জোগায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda