তেলতেলে ত্বক? সানস্ক্রিন লাগালেই চিটচিট করে? কীভাবে ব্যবহার করবেন?
Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash
ত্বকের পরিচর্যা অত্যন্ত প্রয়োজনীয়। দূষণ, কড়া রোদ, UV রশ্মি এই সবকিছু থেকেই বাঁচাতে হয় ত্বককে
অনেকেই ত্বকের সুরক্ষার জন্য ব্যবহার করেন সানস্ক্রিন লোশন। আপনার ত্বক কেমন তার উপর নির্ভর করেই বেছে নিতে হয় সানস্ক্রিন
ত্বকের উপরেই নির্ভর করে কীভাবে সানস্ক্রিন ব্য়বহার করা হবে, কী কী দেখতে হবে?
অয়েলি স্কিন বা তেলতেলে ত্বক হলে বারবার পরিষ্কার করতে হয়। সানস্ক্রিন ব্যবহারের আগে ভাল করে ধুতে হবে
এরপর কোনও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত ত্বকের উপর
এরপর সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। অয়েলি স্কিনের জন্য বিশেষ কোনও সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
ঠিক পরিমাণে সানস্ক্রিন লোশন ব্যবহারের মধ্যেই লুকিয়ে আসল বিষয়
অপর্যাপ্ত সানস্ক্রিন লোশন ব্যবহার করলে যেমন কাজ হবে না, তেমনই বেশি ব্যবহার করলে তেল চিটচিট করবে।
একবার ব্যবহার করলেই কিন্তু কাজ হয় না। কিছুক্ষণ অন্তর অন্তর ফের ব্যবহার করতে হয়। প্রয়োজনে ফেস পাউডার ব্যবহার করলে তেলতেলে ভাব কমে যায়।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।