গরমের দিন এক স্কুপ আইসক্রিম আপনাকে যে আরাম দেবে সেকথা বলার অপেক্ষা রাখে না। তবে সারাবছরই কিছু নিয়ম মেনে আইসক্রিম খাওয়া যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রচুর পরিমাণে আইসক্রিম কখনই একসঙ্গে খাবেন না। আর আইসক্রিম খাওয়ার পর একটু জল খেয়ে নিতে পারলে ভাল। তাহলেই আর কাশি হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এবার জেনে নেওয়া যাক আইসক্রিম খাওয়ার বিভিন্ন উপকারিতা। এমনিতেই এই সুস্বাদু জিনিসটি খেতে পছন্দ করেন না এমন লোকের সংখ্যান্নেহাতই হাতেগোনা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আইসক্রিম খুব সহজে পেট ভরায়। তাই চরম খিদে থাকলে একটা আইসক্রিম খেতেই পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আইসক্রিমের মধ্যে থাকা চিনি এবং ফ্যাট আমাদের শরীরে ভরপুর এনার্জির জোগান দেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মনমেজাজ ভাল রাখতে এবং স্ট্রেস কমাতে আইসক্রিমের জুড়ি মেলা ভার। মস্তিষ্কের 'প্লেজার সেন্টার'- কে উদ্দীপিত করে মিষ্টি স্বাদের এই খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধ দিয়ে তৈরি আইসক্রিম আমাদের শরীর হাইড্রেটেড রাখে। অর্থাৎ শরীরে জলের পরিমাণ সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মাঝে মাঝে অল্প পরিমাণে আইসক্রিম খেলে এই অভ্যাস আপনার খাবার হজম করার শক্তিও বৃদ্ধি করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বেশ কিছু আইসক্রিমের মধ্যে থাকে ভিটামিন, প্রোটিন এবং মিনারেলস। এইসব উপকরণ হাড় এবং পেশীর গঠন মজবুত করতে, রক্ত জমাট বাঁধতে কাজে লাগে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তবে অতিরিক্ত আইসক্রিম খেলে কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে অনেক ধরনের সমস্যা। তাই সতর্ক থাকা জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels