রিমুভারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন টুথপেস্ট

Published by: ABP Ananda

বেশ কিছুটা টুথপেস্ট নখের উপর লাগিয়ে তুলো দিয়ে মুছে ফেলুন

Published by: ABP Ananda

নেলপালিশ তুলতে ব্যবহার করা যায় ভিনিগার ও কমলালেবুর রস

Published by: ABP Ananda

সম পরিমাণ ভিনিগার ও লেবুর রস মিশিয়ে তুলো দিয়ে তুলে ফেলুন নেলপালিশ

Published by: ABP Ananda

পাতিলেবুর রস নেলপালিশ তুলতে কার্যকরী

Published by: ABP Ananda

গরম জলে হাত ভিজিয়ে রাখুন ১০ মিনিট, এরপর এক টুকরো লেবু দিয়ে ঘষে তুলে দিতে হবে

Published by: ABP Ananda

নেলপালিশ তোলার ক্ষেত্রে কার্যকরী হতে পারে অ্যালকোহলও, তবে জলে মেশালে কার্যক্ষমতা থাকবে না

Published by: ABP Ananda

কয়েক মিনিটের জন্য নখ গরম জলে ভিজিয়ে তুলতে পারেন নেলপালিশ

Published by: ABP Ananda

দ্রুত ফল পেতে তাতে দিতে পারেন কয়েক ফোঁটা কিউটিকল তেলও

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda