আয়রনের ঘাটতি দূর করবে এই ৫ সবজি

Published by: ABP Ananda
Image Source: Freepik

শরীরে অনেকের রক্তাল্পতা থাকে।

Image Source: Freepik

এজন্য সবসময় ক্লান্তি, দুর্বলতা দেখা যায়।

Image Source: Freepik

শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায় অনেকের।

Image Source: Freepik

রক্তাল্পতার কারণে অ্যানিমিয়া দেখা দিতে পারে।

Image Source: Freepik

পালং শাক, কলা ইত্যাদিতে বাড়ে আয়রনের মাত্রা।

Image Source: Freepik

পেঁয়াজেও থাকে প্রদাহনাশী উপাদান।

Image Source: Freepik

ছোলাতে ভরপুর আয়রন রয়েছে।

Image Source: Freepik

এগুলি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik