লিভারের অসুখ যে সব সময় পেটে ব্যথা বা হজমের সমস্যা হিসেবে দেখা দেবে এমন নয়।



যদি কারও রাতে ঠিকমতো ঘুম না আসে, সেটাও লিভারের সঙ্গে সম্পর্কিত হতে পারে।



দীর্ঘদিন ঘুমের সমস্যা হলে, ঘুমের মধ্য ছটফটানি হলে লিভার ফাংশনও ঠিকঠাক আছে কি না দেখতে হবে



লিভার মেলাটোনিন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই হরমোন ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে।



সুস্থ রাখার জন্য প্রতি রাতে ৭-৮ ঘন্টা ভালো ঘুম জরুরি। এর ফলে লিভারও উপকৃত হয়।



সিরোসিস রোগীদের প্রায় ৫০% ঘুমের সমস্যার কথা জানান।



সিরোসিস থেকে হওয়া ব্যথা, হজমের অস্বস্তি ঘুমে বিঘ্ন ঘটায়



ঘুম আসতে না চাওয়া, দিনের বেলায় অতিরিক্ত ঘুম, সারাদিন ক্লান্ত বোধ করা সিরোসিসের লক্ষণ হতে পারে।



ঘন ঘন রাতের ঘুম থেকে ওঠাও সিরোসিসের থেকে হতে পারে