ঢেঁড়স খেতে বললে অনেকেই মুখ বেজার করেন। কিন্তু ঢেঁড়স বলে যতই কটাক্ষ করুন না কেন, গুণে কিন্তু কমতি নেই এই সবজির । ঢেঁড়স ত্বকের জন্য যতটা উপকারী, ততটাই চুলের জন্য। ঢেঁড়সের জেল ভিটামিন এ, সি এবং কে - তে ভরপুর। ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং জিঙ্কের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ এই সবজি। চুলের ফলিকলগুলিকে পুষ্ট করতে ও জেল্লা বাড়াতে এর জুড়ি নেই। কীভাবে ব্যবহার করবেন ঢেঁড়সের জেল? জেনে নিন উপায়। শ্যাম্পু করুন যে কোনও শ্যাম্পু দিয়ে। তারপর চুল থেকে জলটা তোয়ালে দিয়ে বের করে দিন। ঢেঁড়স কম জলে ভিজিয়ে ফুটিয়ে নিন। ঢেঁড়সের জেল অংশটা বের করে নিন। ঢেঁড়সের এই জেল স্ক্যাল্প ও চুলে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। ধুয়ে ফেলুন। দেখবেন, কেমন চকচক করে আপনার চুল।