টোটাল ফ্যাটি মেটেরিয়াল (TFM) বেশি থাকলে তা সাবানের পরিষ্কারের কাজ ভাল বলে গণ্য করা হয়। সাফাইও ভাল করে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
বেশি TFM থাকলে, তা পাম অয়েল দিয়ে তৈরি হয়। pH স্তর অনেক বেশি থাকে। বেশি পরিষ্কারও করে কিন্তু ত্বক শুকনো হয়ে যায়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
Syndet সাবানে TFM কম থাকে, pH স্তরও কম থাকে। ত্বকের ক্ষতি কম হয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
তথ্য বলছে সাবানের ২৫ শতাংশ মাত্র তেল। যা ফেনা এবং সাফাইয়ের কাজ করে। বাকিটা গঠন দিতে কাজ করে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
কম TFM থাকা সাবান গ্রিনহাউস গ্য়াস নির্গমন কমাতে পারে অনেকটা।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।